বিজ্ঞপ্তি

বিদ্যালয় পরিচিতি ও ইতিহাস

ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে গৌরবের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করতেছে। বিদ্যালয়টি ১৫০ শতক জমির উপর প্রতিষ্ঠিত। ২ টি দু’’তলা পাকা ইমারত ও ২ টি একতলা ইমারতে ১৭টি কক্ষ আছে। ১১টি শ্রেনীকক্ষ, ১ টি অফিস কক্ষ, ১ গ্রন্থাগার, ১টি বিজ্ঞানাগার, ১ টি নামাজ কক্ষ ও ২ টি আবাসিক কক্ষ আছে। তাছাড়া ১টি পুকুর, ১টি খেলার মাঠ, ২টি নলকূপ ও ৩ টি ল্যাট্রিন রয়েছে, বিদ্যালয়ের সামনে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে।প্রতিদিন বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার খেলাধুলা খেলে থাকে অত্র এলাকায় যখন জনসাধারনের শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল সে মুহুর্তে জ্ঞানের আলো জনসাধারনের মাঝে বিস্তরনের জন্য এলাকার কতিপয় শিক্ষানুরাগী এবং অত্র এলাকার জনগনের শতস্ফুর্ত সহযোগীতার মাধ্যমে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রচেষ্টায় বিদ্যালয়টি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ন করার পদক্ষেপ গ্রহন করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে বহুমুখী শিক্ষা দেওয়ার সু-ব্যবস্থা রয়েছে। ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত শ্রেনী শাখা চালু আছে। নবম/দশম শ্রেনতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে Computer Lab আছে। ICT Computer শিক্ষা ছাত্র/ছাত্রীদের মধ্যে প্রশিক্ষন দেওয়া হয়। প্রতি বছর J.S.C ও S.S.C পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল লাভ করে বৃত্তি পাইয়া থাকে।বর্তমান প্রধান শিক্ষক সাহেবের সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবলিক পরীক্ষাগুলোতে আশানুরুপ ফল করে আসছে।বর্তমানে বিদ্যালয়টি ফুলপুর উপজেলার মধ্যে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে পরিচিত।